
মোঃ সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি।
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।
‘সংকটকালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে’– এই স্লোগানককে সামনে রেখে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম। আলোচনা সভাটি আজ সোমবার জুম অনলাইন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। জুম অনলাইনে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম।
অনু্ষ্ঠানে জুম অনলাইনে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গলের এসি ল্যাণ্ড মো. নেসার উদ্দিন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন,উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শিক্ষক নেতা জহর তরপদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, বিএমএ সভাপতি ডা. হরিপদ রায়, প্রধান শিক্ষক বিমান বর্ধন, অয়ন চৌধুরী, কবিতা দাস, শিক্ষক আল আমিন স্বাধীন প্রমুখ।