
মোঃ সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আজ নতুন আরো ৪ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে শ্রীমঙ্গলে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ১৬২ জনে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, গত ২৫ আগস্ট এদের নমুনা পরিক্ষার জন্য নেয়া হয়েছিল। গতকাল রাত ৯ টায় তাদের নমুনা পরিক্ষার পজিটিভ রিপোর্ট শ্রীমঙ্গল স্বাস্হ্য কমপ্লেক্সে এসে পৌছে।
তিনি জানান, এরমধ্যে আজ আরো ৬ জন করোনা আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়েছেন। এই নিয়ে শ্রীমঙ্গল উপজেলায় মোট সুস্থ হলেন ১২৯ জন। এ পর্যন্ত শ্রীমঙ্গলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন ৪ জন। ২৯ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।