শ্রীনগরে বাবেশিকফো কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাংগঠনিক সফর

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০

প্রদীপ কুমার সাহা,জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ। 

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাংগঠনিক সফর উপলক্ষে শ্রীনগরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

অদ্য ১০ সেপ্টেম্বর’২০২০ইং বিকাল ৪টায় মুন্সীগঞ্জ জেলা ও শ্রীনগর উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত সভাটি করোনাকালে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে পরিচালনা করা হয়।

 

মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন আ: বাতেন, সভাপতি বাবেশিকফো, শ্রীনগর উপেজেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুল হাসান সেলিম সভাপতি, বাবেশিকফো, কেন্দ্রীয় কমিটি। অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ সহ-সভাপতি, বাবেশিকফো, কেন্দ্রীয় কমিটি, মো: আব্দুল জব্বার যুগ্ম-মহাসচিব, বাবেশিকফো, কেন্দ্রীয় কমিটি, মো: রেহানউদ্দীন, যুগ্ম-মহাসচিব বাবেশিকফো, কেন্দ্রীয় কমিটি, মো: আব্দুল হালিম, যুগ্ম-মহাসচিব বাবেশিকফো, কেন্দ্রীয় কমিটি, এনামুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক বাবেশিকফো, কেন্দ্রীয় কমিটি, প্রদীপ কুমার সাহা, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক বাবেশিকফো, কেন্দ্রীয় কমিটি, সোহেলী পারভীন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক বাবেশিকফো, কেন্দ্রীয় কমিটি, মো: কামরুল হাসান, অর্থ বিষয়ক সম্পাদক বাবেশিকফো, কেন্দ্রীয় কমিটি, এস.এম ফরিদ, দপ্তর সম্পাদক বাবেশিকফো, কেন্দ্রীয় কমিটি, তোফায়েল সরকার, যুগ্ম দপ্তর সম্পাদক বাবেশিকফো, কেন্দ্রীয় কমিটি, মো: গোলাম সাদেক, যোগাযোগ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, বাবেশিকফো, কেন্দ্রীয় কমিটি, মো: মেহেদী হাসান, কার্যকরী সদস্য বাবেশিকফো, কেন্দ্রীয় কমিটি, মিয়া মো: ফরিদ, সাধারণ সম্পাদক, মুন্সীগঞ্জ জেলা কমিটি, মো: আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক বাবেশিকফো, শ্রীনগর উপজেলা সহ বিভিন্ন উপজেলা ও জেলা সংগঠনের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাবেশিকফো হলো তরুনের তারুন্যে ভরপুর নতুন প্রজন্মের শিক্ষক সংগঠন। এই শিক্ষক সংগঠনের আন্দোলনের ফসল হিসেবে সাধারণ শিক্ষক সমাজ পেয়েছে বার্ষিক ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা। তিনি আশা প্রকাশ করে বলেন এই শিক্ষক সংগঠনের নেতৃত্বেই আগামীতে জাতীয়করণ আদায় করে বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় বৈষম্যের চির অবসান করা হবে। সাংগঠনিক সফরের পূর্বে কেন্দ্রীয় শিক্ষক নেতৃবৃন্দ বর্তমান সরকারের সর্বাধিক গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের প্রজেক্ট মাওয়ায় পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতি স্বচক্ষে প্রত্যক্ষ করেন।

 


Categories