শ্রীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন

প্রদীপ কুমার সাহা,জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিন উদযাপিত হয়েছে। আজ বেলা ১১টায় ‘শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে সারা দেশের ন্যায় শ্রীনগরেও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম আহম্মেদ ভুইয়া, আবুল কালাম আজাদ ডালু, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা মোঃ নোমান, যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিশাদ শিকদার এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ। সভাশেষে আনন্দ র্যালী বের করা হয়। বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।