“শ্রীকাইল থেকে ইয়াবাসহ ২ জনকে বাঙ্গরা বাজার থানা পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী”

মুরাদনগর, কুমিল্লা থেকে মোঃ সাখাওয়াত হোসেন।
শ্রীকাইল থেকে ইয়াবাসহ ২ জনকে বাঙ্গরা বাজার থানা পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী।
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইল কালী মন্দিরের পাশে একটি ফার্নিচারের দোকান থেকে ২ আগস্ট রবিবার (রাত ৯টা) ইয়াবা সেবনরত অবস্থায় স্থানীয় যুব সমাজের হাতে ২ জন আটক হয় এবং শ্রীকাইল গ্রামের অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়। শ্রীকাইল গ্রামের অবসর প্রাপ্ত (পুলিশ) আব্দুর রহিম বেগ স্থানীয় থানায় ফোন দিয়ে মাদকাক্তদের আটকের সংবাদ জানায়।
বাঙ্গরা বাজার থানার এস আই জীবন রায় চৌধুরি দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকার যুবকদের সাক্ষি করে মাদকসহ আকটকৃত ২ জনকে পুলিশের জিম্মায় তুলে দেওয়া হয়। আটককৃত ২জন হলেন আকুবপুর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের ১ জন এবং মুকলেশপুর গ্রামের ১ জন যুবক।
থানার এস আই জীবন রায় এই জানান, আটক কৃতরা এলাকাবাসীর হাতে আহত হওয়ায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে রাতে থানায় রাখা রাখা হয়েছে। তাদের বিরোদ্ধে মাদক আইনের নিয়মীত মামলা দায়ের করা হবে এবং দিনে কুমিল্লা আদালতে প্রেরণ করা হবে ।