“শেষ বিকেলের হাসি” মোঃ আঃ কদ্দুছ

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২০
Exif_JPEG_420

*শেষ বিকেলের হাসি*    মোঃআঃ কদ্দুছ।

সকালের রবির আলোর মেলায়
প্রথম প্রহরের প্রকৃতিরঞ্জন 
ক্রমাগতভাবেই উষ্ণতার বেলায়
কাজের  মাঠ অফিসের ক্লান্ত  জনগন।
শ্রান্তির  মানসে খোঁজে  ছায়ার আশ্রয়
দ্বিপ্রহরের রৌদ্রময় মাঠজলে
পেয়ে ছায়া মায়ার  খেলার স্হান
ক্লান্তি জুড়িয়ে আবার ধায় কাজ স্হলে।
শ্রান্তির মানসে খোঁজে ছায়া প্রিয়জন।
পড়ন্ত বেলায় কাজের জড়তা 
আচ্ছন্ন  করে প্রতি শ্রমিক জনে
দুপুরের খাবারে ছুটে সর্বজন
ক্ষুধার জ্বালা নিবারণে।
বিশ্রাম পর সকলের ফুর ফুরে মন।।
পড়ন্ত বিকেলের হাসি খুশী 
কাজের মানুষ পশু পাখী
সফল দিনের সকল কিছু সমাপনে
রবির ক্ষীণ  আলোতে সফলে সুখী।
সুখী সকল মধুপ্রিয় ভালোবাসার জন।।

Categories