
শেষ জয়ে ভারতের বিপক্ষে, তিনে তিন বাংলাদেশ।
প্রান্তিক নওরোজ নাবিল ও মাহফিজুল ইসলাম আজও ব্যাট হাতে আলো ছড়ালেন। তাদের ব্যক্তিগত ফিফটির ওপর ভর করে লড়ার মতো পুঁজি পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল বাংলাদেশি যুবাদের ছুড়ে দেওয়া লক্ষ্য তাড়ায় জয়ের খুব কাছাকাছিই ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি ভারতীয়দের।
ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের এক পর্যায়ে জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ বলে মাত্র ৯ রান, তখনো হাতে ছিল ২ উইকেট। তবে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে সেখান থেকে ম্যাচ বের করে আনেন বাংলাদেশের যুবকরা।
আজ ২ ডিসেম্বর বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গের কলকাতার ইডেন গার্ডেন্সে তিন দলীয় যুব ওয়ানডে সিরিজের রোমাঞ্চকর এই ম্যাচ ৬ রানে জিতে নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২৩১ রানের লক্ষ্য নির্ধারণ করে দেয় বাংলাদেশ। জয়ের লক্ষ্যে নেমে ২২৪ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা।
বাংলাদেশের যুবরা এই নিয়ে সিরিজে টানা তিন ম্যাচ জিতল। স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল: ৪৯.৪ ওভারে ২২৪। অংকৃশ ৮৮, আরিয়ান ৩৯, নিশান্ত ২৩ রান করেন। তানজিম ৯.৪-০-২৯-৩, রিপন ৮-০-৫৩-২, রকিবুল ১০-০-৩৯-১, মেহরব ১০-১-৩৬-৩, নাইমুর ৯-০-৫০-১, আরিফুল ৩-০-১৪-০।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তানজিম হাসান।