শিবপুরের দুলালপুরে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

মোঃআসাদুজ্জামান আসাদ, শিবপুর,নরসিংদী।।
পুলিশিং সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নে শিবপুর মডেল থানার আয়োজনে দুলালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে ১৮ আগস্ট মঙ্গলবার সকালে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মেরাজুল হক মেরাজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবপুর মডেল থানায় সদ্য যোগদানকৃত (ওসি) তদন্ত আবুল কালাম, দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,বিট অফিসার এস আই ইমরান আহমেদ, সহকারি বিট অফিসার এ এস আই দীন ইসলাম, শিবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামান আসাদ, দুলালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমান সরকার, শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দুলালপুর মোড় বাজার কমিটির সভাপতি আবু নাঈম রিপন,দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন হাওলাদার, দুলালপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য সালেহা বেগম, আনোয়ারা বেগম সাথী, দুলালপুর ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ারুল হক, হারুনুর রশিদ, তাইফুল ইসলাম, সোলাইমান ইসলাম, জয়নাল আবেদীন, মুক্তার হোসেন ও লাখপুর বাজার কমিটির সভাপতি শাহাদাত হোসেন নাজির প্রমুখ।