“শিবপুরের ইউএনও’র নিরাপত্তায় আনসার মোতায়েন”

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০
মোঃআসাদুজ্জামান আসাদঃ- শিবপুর নরসিংদী।

শিবপুরের ইউএনও’র নিরাপত্তায় আনসার মোতায়েন ।

নরসিংদীর শিবপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান এর নিরাপত্তায় সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে।
৬ সেপ্টেম্বর রবিবার  ইউএনও’র বাসভবনের সম্মুখে চারজন আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।  উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, দিনাজপুরের ঘোড়াঘাটে ইউএনওর বাসায় ঢুকে দুর্বৃত্তদের হামলার পর সদর দপ্তরের নির্দেশনায় গত ৩ সেপ্টেম্বর থেকে ইউএনও’র বাসায় নিরাপত্তার জন্য চারজন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান আনসার সদস্য মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।

Categories