“শিক্ষার মানোন্নয়নে হোমনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিদের সাথে এমপি মহোদয়ের মতবিনিময়”

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০
হোমনা থেকে মোঃ মনিরুল ইসলাম।

শিক্ষার মানোন্নয়নে হোমনায় বিভিন্ন সিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিদের সাথে এমপি মহোদয়ের মতবিনিময়।

কুমিল্লা জেলার হোমনায় মাধ্যমিক পর্যায়ের  শিক্ষা প্রতিষ্ঠানের  ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের  সাথে স্থানীয়  সংসদ সদস্যের  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ রবিবার বিকালে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে  উপজেলা পরিষদ মিলনায়তনে  শিক্ষার মানোন্নয়ন  ও করোনা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি  হিসেবে  উপস্থিত ছিলেন  কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের  সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী (সিআইপি)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল কায়েস আকন্দ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক  মহিউদ্দিন খন্দকার ।   উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল , ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা, আবদুল মান্নান সরকার, প্রধান শিক্ষক  মো. লুৎফর রহমান,  এটিএম মফিজুল ইসলাম শরীফ, মো. সামসুল হক সরকার, মো. জালাল উদ্দিন , ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  সৈয়দা ফাহমিদা পারভীন ও সহকারী প্রধান শিক্ষক আমেনা বেগম প্রমুখ।
সভায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার  সভাপতি ও প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন ।

Categories