ইনডেক্সধারীদের অভিজ্ঞতার মূল্যায়ন করা দরকার। কারণ, যারা পূর্বে নিয়োগ পেয়ে একাধিক বছর ধরে পাঠদান দিচ্ছেন তাদের শিক্ষকতা আর নতুন নিয়োগ পাওয়া শিক্ষকতা এক নয়। তারা অবশ্যই একটু হলেও অভিজ্ঞ। সুতরাং এই অভিজ্ঞতার আলোকে অভিজ্ঞ শিক্ষকদের NTRCA থেকে নতুন নিয়োগে উপজেলা, জেলা কোটা (কম্পিউটার প্রগ্রামার দ্বারা) দিয়েও বদলী করানো যায়। এতে যারা দূরে নিয়োগ পেয়ে চাকুরী করতেছে তারা নিজ উপজেলায় ফিরে আসতে পারবে। ১০০০ টাকা বাড়ি ভাড়ায় (১২৭৫০ টাকা ফ্যামিলি সহ) অন্য জেলায় চাকুরী করা কষ্টের ব্যাপার। আবার একজন চাকুরীরত ইনডেক্সধারী শিক্ষকের বার বার পরীক্ষা দিয়ে বেশী মার্কস তোলা এর মূল্যায়ন অভিজ্ঞতা থেকে বেশী হতে পারে না।
সুতরাং বিষয়টি NTRCA এর দায়িত্বশীল কর্মকর্তারা প্রোগ্রামারকে নির্দেশ দিলে করা সম্ভব। এভাবে শিক্ষায় শৃঙ্খলা আসবে। মূলত NTRCA এর কাজ “সুন্দর সিস্টেমে নিয়োগ” এর ছক তৈরি করে মন্ত্রনালয়কে উপস্থাপন করা। মন্ত্রনালয় বিষয়টা তদারকি করে NTRCA এর কর্মকর্তা ও কম্পিউটার প্রগ্রামারদের নির্দেশ দিবেন।
মোঃ গিয়াস উদ্দিন
সহকরী শিক্ষক গণিত