“শিক্ষার্থীদের মাঝে টিফিন ক্যারিয়ার ও বাইসাইকেল বিতরণ”

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০

অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ

শিক্ষার্থীদের মাঝে টিফিন ক্যারিয়ার ও বাইসাইকেল বিতরণ

নওগাঁ জেলার সদর উপজেলায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে টিফিন ক্যারিয়ার ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে এই সামগ্রী গুলো বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য জনাব ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।

এ সময় সদর উজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১৫০টি টিফিন ক্যারিয়ার ও ৪৮টি বাইসাইকেল বিতরণ করেন।


Categories