
স্টাফ রিপোর্টারঃ ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন”এই শ্লোগানকে সামনে রেখে বেলা ১১ টায় নওগাঁর পত্নীতলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ে ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এক বিশেষ র্যালী বিদ্যালয় প্রাঙ্গন থেকে সুবরাজপুর মোড় প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। উক্ত র্যালী শেষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষ্ণপুর ইউনিয়ন বিকশিত নারী নেটওয়ার্ক সভাপতি মোসাঃ লাভলী চৌধুরীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত প্রায় ৯০ জন নারী পুরুষ। তিনি উক্ত দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং বলেন ১৯০৮ সালে নিউইয়র্ক শহরের রাস্তায় এক নারী অধিকার কর্মী ক্লারা জেটকিনের নেতৃত্বে ১৫ হাজার নারীকে নিয়ে আন্দোলনে নেমেছিলেন তাদের উদ্দেশ্য ছিল নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনা, বেতন ভাতা বৃদ্ধিসহ নারীদের ভোটাধিকার প্রয়োগ, সেই আন্দোলনের ফসল ৮ই মার্চ। তাই আমি সকলকে বলতে চাই কেউ কার ও অধিকার প্রতিষ্ঠিত করে দিবে না নিজের অধিকার নিজেদের আদায় করে নিতে হবে।

ইউনিয়ন বিকশিত নারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মোসাঃ সালমা বেগম তিনি বলেন, আজ সকল ক্ষেত্রে নারীরা অবদান রাখছে বিশেষ করে তথ্য প্রযুক্তিতে নারীরা বেশি অবদান রাখছেন আমি চাই তারা যেন তাদের কাজের স্বীকৃতি পায়।

এছাড়া আরও বক্তব্য রাখেন, গনগবেষক ইছাহক আলী, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ফিরোজ হোসেন, অহিদুল ইসলাম, বিশ্বনাথরায়,দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ইউনিয়ন স্বমন্নয়কারী হামিদুল ইসলামসহ সেচ্ছাব্রতী বৃন্দ। উক্ত আলোচনা শেষে নারী দিবস উপলক্ষে উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়, বক্তৃতা শেষে ৯ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তাদের সকলকে পুরুস্কার প্রদান করা হয়।