
“শিক্ষক আর চিকিৎসক” আবদুল মান্নান
শিক্ষক আর চিকিৎসক
দেশের তারা রত্ন।
তাদের নিয়ে গড়তে হবে
উন্নয়নের স্বপ্ন।
শিক্ষকরা গড়বে জাতি
দিয়ে শিক্ষা দীক্ষা।
ডাক্তার তাদের রাখবে সুস্থ
দিয়ে ভাল চিকিৎসা।
শিক্ষকরা পায় রে সম্মান
ডাক্তাররা পায় টাকা।
অর্থ কষ্টে থাকে শিক্ষক
স্বচ্ছলতা সদা ফাঁকা।
শিক্ষক আর ডাক্তার যখন
হয় দুর্নীতিগ্রস্থ!
নৈতিকতা বিলুপ্ত সমাজ
জাতি বিকারগ্রস্ত।
শিক্ষকরা শিক্ষা দেবে
ডাক্তার করুক চিকিৎসা।
সমাজ নীতি ভ্রষ্ট হয় রে
তাদের অবৈধ লিপ্সা।
শিক্ষক আর চিকিৎসকদের
লোভ যদি হয় পদে
প্রশাসনিক চেয়ার তাদের
ডুববে ভ্রষ্ট মদে।
ডাক্তার চেম্বার বৈধ যখন
শিক্ষক কোচিং কেন নয় ?
অর্থ লোভ বিনাশ নিশ্চিত
ইহা আমার মনের ভয়।
ডাক্তারদের কসাই নীতি
স্বাস্থ্য ধংসের লক্ষণ!
শিক্ষকদের ঘুষ লেনদেন
শুকর মাংস ভক্ষণ।