
আবু রায়হান,শার্শা।।
যশোর জেলার শার্শা উপজেলার ফজিলাতুননেছা মহিলা ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যার প্রভাষক কার্ত্তিক চন্দ্র মণ্ডল আজ সকাল ৬.৫৫ মিনিটে তার নিজ ক্যাম্পাসে প্রাতঃভ্রমণের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইহলোক ত্যাগকরে পরলোক গমন করেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী ও ১১বছর বয়সের একমাত্র পুত্র সন্তান রেখে গেছেন।তার পৈত্রিক নিবাস সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার পারুলিয়া গ্রামে। তার বাবা রহিতচন্দ্র মন্ডলের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি ভাইদের মধ্যে ছোট।তার মৃত্যুতে উক্ত কলেজের অধ্যক্ষ লায়লা আফরোজা বানু সহ তার সহকর্মীবৃন্দ, অসংখ্য ছাত্রী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।