জাহাঙ্গীর আলম রুমি, শরিয়তপুর: বৃহস্পতিবার রাত ৯.৩০ মিনিট শরীয়তপুর জেলা অ্যাম্বাসেডরবৃন্দ জুম মিটিং এর মাধ্যমে একত্রিত হয়ে শরীয়তপুর জেলার অনলাইন শিক্ষা ব্যবস্থাকে কিভাবে শিক্ষার্থীদের কাছে পৌছানো যায় সেই বিষয়ে একটি আলোচনা সভায় মিলিত হয়েছিল । আজকের আলোচনায় অংশ নেন শিক্ষক বাতায়নের উজ্জ্বল নক্ষত্র, সর্বাধিক বার শ্রেষ্ঠ কনটেন্ট নির্মাতা, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ইংরেজি শিক্ষক জনাব হাসান হাফিজুর রহমান স্যারকে (যিনি হাসান ক্যামব্রিয়ান নামে পরিচিতি)। তিনি দীর্ঘসময় ধরে শরিয়তপুরের জেলা া্যাম্বাসেডরদের অত্যন্ত মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
সকল জেলা অ্যাম্বাসেডর যোগদান না করায় আগামী শনিবার পূনরায় বাকী অ্যাম্বাসেডরদের (যারা আজকে যুক্ত হতে পারেনি) নিয়ে জুম মিটিং করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারপরের মিটিং হবে a2i এর শ্রদ্ধেয় অভিজিৎ সাহা স্যার, জেলা শিক্ষা অফিসারসহ জেলার বিভিন্ন উপজেলার অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে।
সুতরাং আগামী জুম মিটিংএ সকল জেলা অ্যাম্বাসেডরসহ বিভিন্ন বিদ্যালয়ের অভিজ্ঞ অথবা আগ্রহী শিক্ষকদেরকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আগামী ২০-০৬-২০২০ইং, শনিবার, রাত ৯.৩০ মিনিট পরবর্তী জুম মিটিং। নিচে লিংক ও জুম মিটিং আইডি পাসওয়ার্ড দেওয়া হলো।
Join Zoom Meeting
Meeting ID: 718 1604 0298
Password: 5abR5u