
শিবপুর সংবাদদাতাঃ নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে ৩ আগষ্ট ২০২০খ্রি তারিখে মাননীয় শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপির ব্যক্তিগত কর্মকর্তা আবদুল্লা আল মঈন ঝুটনকে সভাপতি, প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমানকে সদস্য সচিব, মোঃ আসাদুজ্জামানকে সাধারণ শিক্ষক সদস্য ও মুকুন্দ চন্দ্র দাসকে অভিভাবক হিসেবে এ চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন প্রদান করেন।উল্লেখ্য করোনা ভাইরাসের কারনে শিক্ষা বোর্ডের নিষেধাজ্ঞায় গত ম্যানেজিং কমিটি নিয়মিত কমিটি গঠন করতে পারেনি। তাই কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুনভাবে এডহক কমিটি গঠনের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষা বোর্ডের অনুমতির জন্য আবেদন করেন।উক্ত আবেদনের প্রেক্ষিতে শিক্ষা বোর্ড এডহক কমিটি গঠনের জন্য অনুমতি দেন।