
লক্ষ্মী হয়ে থাকবো
নূরুল ইসলাম
নিশিথে যখন একা তুমি,
বেদনা ভরা মন,
সহসা সেথা আসি আমি,
হয়ে রাজার ধন ।
লতানো বাহুর পরশ দিয়ে,
মেটাই মনের জ্বালা,
আমি প্রেম, আমিই সত্য,
তোমার গলার মালা ।
মালা খানা ছিঁড়ে যদি ,
ফেলে দাও দূরে,
সারা জীবন কাঁদবে তুমি,
শোকের আগুনে পুড়ে।
নারী আমি জীবন সাথী,
হয়ে তোমার তরে,
বাবা মারে ফেলে রেখে,
এসেছি তোমার ঘরে ।
আমায় তুমি মূল্য দেবে,
সকল কাজের মাঝে,
প্রাণ দিয়ে করবো সেবা,
তোমায় সকাল সাঝেঁ।
দু’জন মিলে গড়বো স্বর্গ,
ধুলীর ধরণী পরে,
লক্ষ্মী হয়ে থাকবো আমি,
তোমার ছোট্ট ঘরে।