
স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের সদর থানার সুপ্তহার এলাকায় অভিযান চালিয়ে ২৬৩ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২০ হাজার ৯শ ৭৫ টাকাসহ মোঃ হাবিবুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩ জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ মোঃ মাসুদ রানার নেতৃত্বে শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলার ক্ষেতলাল থানার তেলাবধুর মিধাপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে হাবিবুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়ায়া ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে বলেও জানান র্যাব।
পরবর্তীতে তার বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করে শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।