র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের আক্কেলপুর থানার বটতলী এলাকা থেকে রোববার দিবাগত রাত ৭ টার দিকে পরিত্যাক্ত অবস্থায় ৩ টি ওয়ান শুটারগান উদ্ধার করে র‍্যাব।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান, ৫/৬ জনের একটি গ্রুপ কিছুদিন ধরে আক্কেলপুর থানার বটতলী এলাকার ছিনতাইয়ের কাজের সাথে জড়িত। রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে তারা ছিনতাই করত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় একটি মেহগনি বাগানে অভিযান চালানো কালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত গ্রুপের লোকজন পালিয়ে যায়। পরবর্তীতে ঐ স্থান সার্চ করে পরিত্যক্ত অবস্থায় তিনটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

পরবর্তীতে পরিত্যাক্ত ওয়ান শুটারগানগুলো জেলার আক্কেলপুর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাব।


Categories