র্যাব-৬ এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোঃ মিজানুর রহমান সটাফ রিপোর্টার খুলনা।
র্যাব-৬ এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আজ ২০ জানুয়ারি ২০২৩ তারিখ র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ও ২০,০০০/-টাকা অর্থদন্ডপ্রাপ্ত ০১ জন পলাতক আসামী সাতক্ষীরা জেলার দেবহাটা থানা এলাকায় আত্নগোপন করে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক ১৪.৪০ ঘটিকার সময় সাতক্ষীরা জেলার দেবহাটা থানার বহেরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী-১। মোঃ জিয়াউর রহমান জিয়া(৩০), থানা-সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।