“র‌্যাব-৫, সিপিসি-৩ কর্তৃক ১৭ মাদকসেবী আটক!”

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০
স্টাফ রিপোর্টারঃ

র‌্যাব-৫, সিপিসি – ৩ কর্তৃক ১৭ মাদকসেবী আটক!  

র‌্যাব -৫, সিপিসি -৩ এর বিশেষ অভিযানে জয়পুরহাটের সদর থানা হতে ১৭ জন মাদক সেবীকে আটক করেছে র‌্যাব।
গত রাতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে  গতকাল (২৮ সেপ্টেম্বর) রাত ৭ টা ১০ মিনিট হতে রাত ৮ টা ১৫ মিনিট পর্যন্ত জয়পুরহাট জেলার সদর থানাধীন পাঁচুরমোড় মসজিদ মার্কেটের সামনে এবং ফায়ার সার্ভিসের সামনে মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ২ লিটার  দেশীয় মদ এবং ৬ গ্রাম গাঁজাসহ মাদকসেবী আটক করে। আটকক্রিত আসামী শ্রী আশিক শীল (১৮), পিতা-শ্রী সুজন শীল, শ্রী প্রেমনাথ সিং (৩৮), পিতা-শ্রী মেঘনাদ সিং, উভয় সাং-শান্তিনগর, মোঃ তানভীর মাহমুদ (২২), পিতা-মোঃ গোলাম রব্বানী, সাং-হাতিল গাড়িয়াকান্তা,  মোঃ রায়হান সরদার (২৫), পিতা-মোঃ সাইদুল সরদার, সাং-খঞ্জনপুর কুলিবাড়ী, মোঃ মেহেদী (২৪), পিতা-মোঃ আলম, সাং-পূর্ব বাজার, পরেশ চন্দ্র বর্মন (৪০), পিতা-মৃত জীতেন চন্দ্র বর্মন, সাং-সবুজনগর আমতলী, মোঃ তাসফিকুর রহমান (১৮), পিতা-মোঃ নুর আলম, সাং-পাঁচুরচক, মোঃ হাসিব হোসেন (১৮), পিতা-মোঃ এনামুল হক, সাং-ধানমন্ডি, মোঃ শরিফুল ইসলাম (১৮), পিতা-মোঃ লেবু, সাং-মাদারগঞ্জ, মোঃ রনি (২৫), পিতা-মোঃ আব্দুর রহিম, সাং-বিশ্বাসপাড়া, সর্ব থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট, মোঃ সুজন (২৩), পিতা-মোঃ সুরম্নজ্জামান, সাং-হসপিটাল রোড, থানা-শেরপুর, জেলা-বগুড়া, মোঃ রফিকুল ইসলাম (৬০), পিতা-মৃত ইউনুছ আলী, সাং-    ক্ষেতলাল (৪নং ওয়ার্ড), মোঃ সেলিম মন্ডল (৪৫), পিতা-মৃত আব্দুল মন্ডল, সাং-পাইকপাড়া, উভয় থানা-  ক্ষেতলাল, জেলা-জয়পুরহাট, মোঃ সুরম্নজ ফকির (৩০), পিতা-মৃত আবুল ফকির, মোঃ রুস্তম আলী (৪৫), পিতা-মৃত বিনছার আলী, উভয় সাং-হানাইল ইসলামপুর, মোঃ সাইফুল ইসলাম (৪৫), পিতা-মৃত ইদ্রিস আলী, সাং-হাতিল গাড়িয়াকান্তা,  মোঃ রাজু মৃধা (৪০), পিতা-মৃত আনোয়ার হোসেন, সাং-সাহাপুর ভোয়াতা, সর্ব থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাটদেরকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব।
পরবর্তীতে আটককৃত আসামীদের বিরুদ্ধে  জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আজ তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Categories