র‌্যাব-৫, সিপিসি-৩ এর অভিযানে এ্যাম্বুলেন্স থেকে ১২৪ বোতল ফেন্সিডিলসহ আটক-২

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০
স্টাফ রিপোর্টারঃ র‌্যাব -৫, সিপিসি -৩ এর বিশেষ অভিযানে জয়পুরহাটের পাঁচবিবি থানা হতে অভিনব কায়দায় ১২৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদক ফেন্সিডিলসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।
গতরাতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে রাত ১১ টা ৪৫ মিনিটে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন ছোট বটতলী এলাকায় অভিযান পরিচালনা করে ১২৪  বোতল ফেন্সিডিল, ১ টি মাইক্রোবাস (এ্যাম্বুলেন্স), গাড়ীর কাগজপত্রাদি ১ সেট, স্মাট কার্ড-১ টি, মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ- ১,০০০/-  টাকা, মোবাইল সেট- ২ টি, ও ৩ টি সীম কার্ডসহ ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মন্ডলপাড়া গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে মোঃ মাফিজুর রহমান(৪৫) ও একই এলাকার মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ নাজমুল (৩৪) জয়পুরহাটদেরকে হাতেনাতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে উক্ত মাইক্রোবাস (এ্যাম্বুলেন্স) এর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জেল হাজতে পাঠানো হয়েছে।

Categories