
স্টাফ রিপোর্টারঃ দেশের বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্ত্মার রোধকল্পে সকল মাদক সম্রাটদের গ্রেফতারসহ মাদকবিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং র্যাব মহাপরিচালকের দিক নির্দেশনায় র্যাব মাদকের বিরুদ্ধে গত ০৪ মে ২০১৮ তারিখ হতে বিশেষ অভিযান শুরু করেছে যা মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে গতকাল ( ২১ সেপ্টেম্বর) দুপুর ১২:৫০ হতে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন কড়ইতলা, বগুড়া বাস স্ট্যান্ড এবং সিদ্দির মোড় এলাকা হইতে দেশীয় মদ-১.৫ লিটার, গাঁজা-২০ (বিশ) গ্রাম, ১ টি কলকি টি, তাস-২ বান্ডিল, জুয়া খেলার নগদ অর্থ-১১,২৯০/- টাকাসহ মাদক সেবনকারী আসামী লিটন কুমার ঘোষ (৪৩), পিতা-কানাই চন্দ্র ঘোষ, গ্রাম: গোপীনাথপুর, মোঃ সাগর ইসলাম (২৫), পিতা-মোঃ ময়ের উদ্দিন, গ্রাম কেশবপুর, মোঃ আব্দুর রউফ (৩৫), পিতা-আলাউদ্দিন ফকির (ছেদরা), গ্রাম: নিচাবাজার ফকিরপাড়া, হাবিবুল ইসলাম টিটু (৩১), পিতা-মৃত মিনহাজুল ইসলাম, গ্রাম: পুরাতন বাজার, শয়ন কুমার (২৩), পিতা-রঞ্জন চন্দ্র দেবনাথ, গ্রাম : গণিপুর, সর্ব থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরাহাট, মোঃ জয়নাল আবেদীন জয় (২০), পিতা-মোঃ লিটন মন্ডল, গ্রাম : দাইমপুর, মোঃ মেহেদী হাসান (১৯), পিতা-মোঃ শামছুল ইসলাম, গ্রাম: জারইল, উভয় থানা-দুপচাচিয়া, জেলা-বগুড়া, মোঃ স্মরণ হোসেন (২১), পিতা-মোঃ এমদাদুল হক, ৯। মোঃ বিপস্নব ইসলাম (২২), পিতা-মোঃ আলিম উদ্দিন, উভয়। গ্রাম : বসনাই, থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁ, মোঃ সাগর হোসেন (১৫), পিতা-মোঃ ওসমান আলী, গ্রামঃ সরম থানা-দুপচাচিয়া, জেলা-বগুড়া, সামিও হোসেন সাবিদ (১৯), পিতা-মোঃ সাখাওয়াত হোসেন সাজু, গ্রাম: কানুকুর, থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরাহাট, মোঃ আরেফিন সিদ্দিক অভি (২০), পিতা-মোঃ দুলাল হোসেন, গ্রামঃ জামালপুর দুধিয়াপাড়া, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট, মোঃ রাকিব হোসেন (১৮), পিতা-গোলাম রাব্বি, গ্রামঃ চাপাডাল, থানা-বদলগাছি, জেলা-নওগাঁ, মোঃ রাকিব হোসেন (১৭), পিতা-মৃত আজাদুল মন্ডল, গ্রামঃ রম্নকিন্দীপুর বসিদপাড়া, থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাটদেরকে মাদক সেবনরত অবস্থায় এবং জুয়ারী আসামী মোঃ মিজানুর রহমান চপল (৫০), পিতা-মৃত মমতাজুর রহমান, গ্রামঃ আক্কেলপুর সদর, মোঃ সজল হোসেন (২৬), পিতা-মোঃ হারম্নন অর রশিদ, গ্রামঃ চক্রপাড়া, মোঃ সোহাগ সরদার (৩২), পিতা-ছানা সরদার, গ্রাম : বেলকুন্দি, শ্রী কৃষ্ণ হাওলাদার (৩৫), পিতা-শ্রী শংকর হাওলাদার, গ্রামঃ রেলকলোনী, সর্ব থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাট, মোঃ সেলিম রেজা (৩৫), পিতা-আহম্মদ আলী, গ্রামঃ চন্দ্রকোনা, থানা-নাটোর সদর, জেলা-নাটোর, ২০। মোঃ আঙ্গুর (৫৫), পিতা-মৃত একাব্বর আলী আকন্দ, গ্রামঃ মর্তুজাপুর, থানা-দুপচাচিয়া, জেলা-বগুড়া, মোঃ লাবলু (৩২), পিতা-মৃত শাহ্ জাহান, ২ মোঃ আইজুল ইসলাম (৩৭), পিতা- মৃত কাজিমুদ্দিন, গ্রামঃ জিয়ানীপাড়া, মোঃ জুয়েল হোসেন (৩৫), পিতা-মোঃ আব্দুল রশিদ, মোঃ মিলন হোসেন (৩৬), পিতা-মৃত আব্দুল কদ্দুস, উভয় গ্রামঃ আক্কেলপুর সাকিদারপাড়া, সর্ব থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাটদেরকে জুয়া খেলারত অবস্থায় সর্বমোট ২৪ জন আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং প্রকাশ্যে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।