
অহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই থানার বানদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সোহেল ফকির (৩০) নামের ১ যুবককে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এর নেতৃত্বে সোমবার রাত সাড়ে ৮ টার দিকে জেলার কালাই থানার বানদিঘী গ্রামের মৃত গোলাম রাব্বানীর ছেলে মোঃ সোহেল ফকিরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।