র‌্যাবের অভিযানে ২ কোটি টাকা মূল্যের হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

স্টাফ রিপোর্টারঃ র‌্যাব—৫, রাজশাহীর সিপিসি—১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার দুপুরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাথীন সুইচগেট বাজার থেকে কাপাসিয়া গামী বাসুদেবপুর গ্রামস্থ জনৈক মোঃ মাহবুবুর রহমান এর পোল্টি্র ফার্মের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে হেরোইন ১ কেজি ৯৯৫ গ্রাম সহ  মোঃ কিরণ হোসেন (৪০), পিতা—মৃত জাফর আহম্মেদ, মাতা— মোছাঃ রবেদা খাতুন, সাং—কুচিয়ামোড়া, ইউপি কেয়াইন, থানা—সিরাজদিখান, জেলা—মুন্সিগঞ্জ (বর্তমান সাং—আরামবাগ রেলষ্টেশন, থানা+জেলা— চাঁপাইনবাবগঞ্জ ’কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‌্যাব বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


Categories