রেলওয়ে কর্তৃপক্ষের সফটওয়্যার আপডেট করায় বৃহস্পতিবার থেকে অনলাইনে টিকিট বিক্রি বন্ধ।

রেলওয়ে কর্তৃপক্ষের সফটওয়্যার আপডেট করায় বৃহস্পতিবার থেকে অনলাইনে টিকিট বিক্রি বন্ধ।
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা ১১ দফা বিধিনিষেধ মেনে ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সে জন্য সফটওয়্যার আপডেট করায় আগামীকাল বৃহস্পতিবার থেকে অনলাইনে টিকিট বিক্রি বন্ধ করছে সংস্থাটি।
আজ মঙ্গলবার রেলওয়ে সূত্র জানায়, সরকারি বিধিনিষেধ মেনে ১৩ জানুয়ারি থেকে ট্রেনে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করা হবে। এই নির্দেশনা বাস্তবায়ন করতে অনলাইনে টিকিট বিক্রির সফটওয়্যার আপডেট করা হচ্ছে। কিন্তু বিষয়টি আগে না জানানোর কারণে আজ টিকিট কাটতে গিয়ে বিপাকে পড়েন অনেকে।
এদিন কমলাপুর রেলস্টেশনে অনেক টিকিট প্রত্যাশী অভিযোগ করেন, ১৫ জানুয়ারির ট্রেনের টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে না। কাউন্টারে যোগাযোগ করলে সেদিনের অগ্রিম টিকেট বিক্রি সাময়িক বন্ধ রাখার কথা জানানো হয়।
জানা যায়, সফটওয়্যার আপডেট করার কারণে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ করা হয়েছে। সফটওয়্যারের কাজ শেষ হলে শিগগিরই আবার চালু হবে।
এর আগে গতকাল সোমবার, ১০ জানুয়ারি, ১১ দফা বিধিনিষেধ জারি করে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ যা আগামী ১৩ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

বিধিনিষেধগুলোর মধ্যে রয়েছে- ট্রেন, বাস এবং লঞ্চে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে। এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সকল যানবাহনের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকার সনদধারী হতে হবে। যেসব যাত্রী বিদেশ থেকে আসবেন তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে কোভিড-১৯ টিকার সনদ প্রদর্শন করতে হবে।