
আমি রূপা মাসী,
হেই সক্কাল থেইক্যা ছুটতে হয় অন্নের খোঁইজে।
ঘরের হগ্গলরে খাইয়্যে দাইয়্যে,
চম্পা, মুনীয়া ও কানীরে নিইয়্যে
আমি রোজ বেরিয়্যে পড়ি কাইজে,
কাইজের খোঁজে।
দুই ট্যাহা, পাঁচ ট্যাহা, দশ ট্যাহায়
কখইনো পিঁয়েজ পরিষ্কার করি,
কখইনো ঝাড়- পোচ করি,
কখইনো স্টেশনে বা টার্মিনালে জল দিই,
বাবুরা যেইমন যেইমন কয়।
আমি রূপা মাসী
বিরাম নেই আমার,
মুনীয়া কয়, আমাগো দম কহন যাইবে?
কানী কয়, আর পারি না।
কিন্তু-
আমারে যে পাইরতে হয়।
ঘরের ছাওয়াল কই যাইবো? মাজুর সোয়ামী,
হেও তো মোর দিকে চাইয়্যা আছে।
আমি রূপা মাসী
একমাত্র কামের ছাওয়াল তো আমি।
সূর্য ওঠা আমি দেইখি না,
দুপুর গড়িয়ে বিকেল, তারপর
আবীর রাঙা গোধূলী, সন্ধ্যা
কিছুই দেইখার ফুরসৎ নেই আমার।
আমি শুধু কাইজে ছুটি অন্নের খোঁইজে।
বাবুদের ঘর থেইকে, বাবুদের বাজারে,
আফিসে,
আফিসে।
প্রভাষক, বাংলা বিভাগ।