এ.কে.এম সেলিম।।
নরসিংদীর রায়পুরা উপজেলার মাহমুদাবাদ রাজিউদ্দিন আহাম্মদ রাজু উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম হাজী আঃ সালাম ভূইয়া ও মরহুম হাজী মতিউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট শুক্রবার মাহমুদাবদ রাজিউদ্দিন আহাম্মদ রাজু উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ বনাম নারায়ণপুর মার্চেন্ট ফুটবল একাদশের মধ্যকার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।
এই টুর্নামেন্টে মোট ৩২ দল অংশগ্রহণ করেছিল।তাই ফাইনাল খেলায় ছিল দর্শকদের উপচে পরা ভিড়।মাঠের চারপাশে পা ফেলার জায়গা নেই।দর্শকের আওয়াজে কম্পিত হচ্ছে পুরো মাঠ।কোন জাতীয় দলের খেলা না হলেও শুক্রবার মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয় মাঠের চিত্র ছিল এমনই। মাহমুদাবাদ আর.এ.আর উচ্চ বিদ্যালয় থেকে এ পর্যন্ত ১৮ টি ব্যাচ এসএসসি পরীক্ষায় নেয়।তাদের সকলের সমন্বয়ে গঠিত প্রাক্তন ছাত্র সংসদের সদস্যরাও নিজেদের ফুটবল দলের সাথে মিল রেখে গায়ে জড়ায় লাল টি শার্ট।
খেলার মাঠে বেশিরভাগ সময় বল পায়ে মাঠ দাবড়ে বেড়ায় প্রাক্তন ছাত্র সংসদ ফুটবল একাদশ।ছাত্র সংসদ দল যখন ৪ বার গোল করার সুযোগ হারায় তখন সহজ একটি গোল করে নেয় নারায়ণপুর মার্চন্ট ফুটবল। কিছুক্ষণ পর প্রাক্তন ছাত্র সংসদ দল আন্তর্জাতিক স্টাইলে আকর্ষণীয় গোল করে দলকে সমতায় আনে।নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র হয়।ট্রাইবেকারে গিয়ে নারায়ণপুর মার্চন্ট এর গোল রক্ষকের কাছে হেরে যায় মাহমুদাবাদ প্রাক্তন ছাত্র সংসদ।
খেলা শেষে পুরষ্কার বিতরণ করা হয় ।শুক্রবার বিকাল ৪ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আসাদুল্লাহ ভুইয়া,চেয়ারম্যান মির্জাপুর ইউপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযােদ্ধা মােঃ আব্দুস ছাদেক, চেয়ারম্যান রায়পুরা উপজেলা পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো, রিয়াদ আহাম্মদ সরকার বিশিষ্ট ব্যাবসায়ী, শিক্ষানুরাগী ও আওয়ামীলীগ নেতা রায়পুরা নরসিংদী, জামাল মোল্লা পৌর মেয়র রায়পুরা পৌরসভা, হাজী আল মামুন সিনিয়র সহ -সভাপতি রায়পুরা উপজেলা যুবলীগ , ডাঃ মো. আসাদ উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রায়পুরা উপজেলা আওয়ামীলীগ, হাজী আঃ রাজ্জাক ভূইয়া সভাপতি মির্জাপুর ইউনিয়ন আওয়ামলীগ , মো তাজুল ইসলাম ভূইয়া সিনিয়র সহ সভাপতি মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগ, মো.আলমগীর কবির,প্রভাষক নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয়, লায়ন আলহাজ্ব মােঃ হােসেন ভূঁইয়া চেয়ারম্যান মুছাপুর ইউনিয়ন পরিষদ, মাহফুজ চৌধুরী পাভেল সহ – সম্পাদক আওয়ামী যুবলীগ ,সাইফুল ইসলাম , পৃষ্ঠপােষকতায় উমর ফারুক , ফারুক মিয়া,মো সুমন মিয়া সহ আরও অনেকে।