
এ.কে.এম সেলিম, নরসিংদী প্রতিনিধিঃ
রায়পুরায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি; নিহত ১, নিখোঁজ ২।
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর পশ্চিমপাড়া এলাকায় পাগলা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় মো. উজ্জল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
এ ঘটনায় এক বৃদ্ধা ও শিশুসহ দুজন নিখোঁজ রয়েছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জল উপজেলার মির্জাচর গ্রামের আক্তার মিয়ার ছেলে।
নিখোঁজ দুজন হলেন, ওই গ্রামের বাসিন্দা হোসেন আলীর স্ত্রী কমলা বেগম (৫০) ও সানজিদা (৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোস্তফা জানান, নৌকাডুবির ঘটনায় নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানান তিনি।আজ সোমবার শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই জনের সন্ধান এখনো পাওয়া যায়নি।