রায়পুরার দৌলতকান্দী ট্রেনে কাটা পরে মহিলার মৃত্যু

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
এ.কে.এম সেলিম,নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনের নিচে কাটা পরে সুফিয়া বেগম (৬০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।আজ শনিবার সকাল পৌনে ১০টায় দৌলতকান্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন দৌলতকান্দী এম.বি উচ্চ বিদ্যালয়ের  দুমনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিলার স্বামীর নাম মৃত মো. খলিল মিয়া। তাদের একমাত্র ছেলে আল আমীন সৌদী প্রবাসি। স্থানীয় সূত্রে জানা যায়, সুফিয়া বেগম কানে একদমই কম শুনতেন। আজ সকালে বাজার করার উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়।রেললাইন ধরে পায়ে হেঁটে তিনি সাপমারা বাজারে আসছিলেন।।এমন সময় ঢাকা হতে ছেড়ে আসা ভৈরবগামী আন্তঃনগর ট্রেন আসলে তিনি ট্রেনের আওয়াজ শুনতে না পেয়ে রেললাইনের মাঝ ধরেই হাঁটতে থাকে।মুহুর্তেই এই মহিলা ট্রেনের নিচে কাটা পরে তার দেহ কয়েক টুকরো হয়ে যায়।পরে নিহগের স্বজনরা মহিলার খন্ডিত দেহ একত্রে করে।
 জানা যায় তার পরিবার পূর্বে বেগমাবাদ থাকতো।বিগত কয়েক বছর যাবৎ তারা রামনগর নমুল্লা বাড়িতে এসে বাড়ি করে এখানেই বসবাস করে আসছিল।

Categories