রাশিয়া প্রথম করোনার টিকা তৈরি করেছে:পুতিন

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশেই প্রথম কর্নার থেকে তৈরি করেছেন। আজ মঙ্গলবার পুতিন করোনা টিকা সম্পর্কে বলেন, রাশিয়া যে টিকা তৈরি করেছে,তা স্থায়ী বা টেকসই প্রতিরোধী সক্ষমতা দেখাতে সক্ষম। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাশিয়ায় মন্ত্রীদের সঙ্গে ভিডিও সম্মেলনে প্রতিকার তথ্য জানায়। ওই ভিডিও সম্মেলন টেলিভিশনে সম্প্রচার করা হয়। ভিডিও সম্মেলনে পুতিন বলেন,আজকের সকালে বিশ্বে প্রথম নতুন করোনা ভাইরাস এর জন্য প্রথম টিকা নিবন্ধন করা হলো।” বার্তা সসংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমানে বিশ্বে ছয়টি সম্ভাব্য টিকা মানবপরীক্ষার তৃতীয় ধাপে রয়েছে এরমধ্যে দুইটি টিকে রাশিয়ার। এর আগে রয়টার্স জানায় রাশিয়ায় অনুমোদন পেতে যাওয়া টিকাটি যৌথভাবে তৈরি করেছে দেশটির গামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট । টিকাটি নিরাপদ হিসাবে প্রমাণিত হলে তা স্বাস্থ্যকর্মী ও দেশের জ্যেষ্ঠ নাগরিকদের প্রথমে প্রয়োগ করা হবে। নিবন্ধন দেওয়ার পর টিকাটি আরো ১হাজার ৬০০ মানুষের উপর প্রয়োগ করে এর নিরাপত্তা হবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আগামী অক্টোবরে জনগণের বড় অংশের মধ্যে টিকা প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। দেশটির সরকার এমন তথ্য জানিয়েছে। রাশিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী ডেনিস মানত্বরভ দেশটির তাস সংবাদ সংস্থাকে জানান, ২০২১ সালের মধ্যে প্রতিমাসে তারা কয়েক লাখ টিকার ডোজ তৈরি করবেন বলে আশা করছেন।
সূত্র :প্রথম আলো।


Categories