“রাজনগর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন”

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০
মোঃ দুদু মিয়া তানভীর, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

রাজনগর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন।

বিদ্যুৎ বিভাগের আয়োজনে মৌলভীবাজারের রাজনগর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন।

আজ ২৭ আগস্ট ( বৃহস্পতিবার) মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন হয়।
ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা  মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাসহ সারাদেশে মোট ৩১ টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন।
ভিডিও কনফারেন্সে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর – রাজনগর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব নেছার আহমদ এমপি। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।  জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মিছবাহুর রহমান।  মৌলভীবাজার ও হবিগঞ্জের  সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা  জোহরা আলাউদ্দিন।
তাছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি  ও জেলার রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গ।

Categories