রবিবার রাত ৮.৩০ মি. প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানের যোগ্যতা পুণঃ নির্ধারণের দাবীতে ভার্চুয়াল সভা

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০

প্রতিষ্ঠান প্রধান বা সহ প্রধান পদে আবেদনের যোগ্যতা পুণঃনির্ধারণের এর দাবীতে ২৩.০৮.২০২০ তারিখ রবিবার রাত ৮.৩০ মি  ভার্চুয়াল সভা ডেকেছে সাধারণ শিক্ষকগণ

শিক্ষা মন্ত্রণালয় বেসরকারী এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা সংশোধনের জন্য উদ্যেগ  গ্রহন করেছে । এর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধান এর যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে কোন আলোচনা না হওয়ায় সহকারি শিক্ষকগণ মর্মাহত । ২০১০ এর নীতিমালায় প্রতিষ্ঠান প্রধান বা সহ প্রধান হিসেবে সহকারি শিক্ষকদের আবেদনের সুযোগ থাকলেও ২০১৮ এর নীতিমালায় তা রহিত করা হয় । এতে করে সাধারন শিক্ষকগণ  বৈষ্যম্যের শিকার হচ্ছেন। সাধারণ শিক্ষকগণ ২০১০ এর নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানের যোগ্যতা নির্ধারনের দাবী করে আসছে । কিন্ত এমপিও নীতিমালা চুড়ান্তকরণ সভায় এ নিয়ে আলোচনা না করায় বেসরকারী শিক্ষকরা চরম হতাশ । নীতিমালায় পদ নয় অভিজ্ঞতার ভিত্তিতে সহ প্রধান ও প্রধানের যোগ্যতা নির্ধারনের দাবীতে ভার্চুয়াল সভা ডেকেছে সহকারি শিক্ষকগণ । এ বিযয়ে কলেজ শিক্ষক পরিষদের সভাপতি জ্যোতিষ মজুমদার বলেন উচ্চমাধ্যমিক কলেজের অধ্যক্ষ বা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে যোগ্যতা নির্ধারন করা হয়েছে সহকারী অধ্যাপক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা সহ ১২ বছরের অভিজ্ঞতা কিন্তু অনুপাত প্রথার কারনে অনেক যোগ্য প্রভাষক আবেদনের যোগ্যতা হারায়।  পদোন্নতি বঞ্চিত প্রভাষক সমাজের প্রধাণ সমন্বয়কারী জনাব জহিরুল ইসলাম জানান এই কাল নীতির জন্য ৫০% প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানের পদ শূণ্য অবিলম্বে ২০১০ এর নীতিমালা পুণঃ বহালের দাবী জানান ।পদোন্নতি বঞ্চিত প্রভাষক সমাজের মুখ পাত্র জনাব এম এ মতিন জানান অনুপাত প্রথার কারণে যোগ্য প্রভাষকরা পদোন্নতি প্রাপ্তি তে বঞ্চিত আবার অধ্যক্ষ ও উপা্ধ্যক্ষ পদের যোগ্যতায় পদ বেঁধে দেয়ায় প্রভাষক সমাজ দ্বিতীয়বারে মত বঞ্চিত হচ্ছে অবিলম্বে ২০১০ এর নীতিমালা পুণঃবহাল করা উচিত। পদোন্নতি বঞ্চিত প্রভাষক সমাজের সমন্বয়কারী মোহাম্মদ আলী শামীম জানান  এই কাল নীতির কারনে ৫০% প্রতিষ্ঠান ভারপ্রাপ্ত দ্বারা চলছে। প্রতিষ্ঠান অভিভাবক শূন্য থাকায় শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে । পদোন্নতি বঞ্চিত প্রভাষক সমাজের প্রধান সমন্বয় কারী এমপিও ভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার সহকারি শিক্ষকগণকে ২৩.০৮.২০২০ তারিখ রবিবার রাত ৮.৩০ মি ভার্চুলায় সভায় যুক্ত হয়ে সুচিন্তিত মতামত দেয়ার  অনুরোধ জানান। GOOGLE MEET এর মাধ্যমে ভার্চুয়াল সভা হবে। এই লিংকে

Meeting URL: https://meet.google.com/sgu-juzs-sfs ক্লিক করে মিটিং এ জয়েন করা যাবে

Categories