
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে স্ত্রী মেহের আফরোজ শাওনের একটি সেলফি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
ছবিটি শাওন তাঁর ফেসবুকে পোস্ট করে হুমায়ূন আহমেদের সঙ্গে তোলা প্রথম সেলফি হিসেবে উল্লেখ করেন।
শাওন বলেন, সেলফিটি ৮ বছর আগের। কোলন সার্জারির ৭ম দিনে বেলভিউ হাসপাতাল থেকে বাসায় ফেরার ছুটি পেয়ে আনন্দিত হুমায়ূন বলেছিলেন- ‘এসো দু’জনের একটা ছবি তুলি!’
শাওন আরও বলেন, এটা আমাদের প্রথম সেলফি! আর এভাবে ছবি তোলাকে যে সেলফি বলে ওই সময়ে তা জানতাম না, শুধু মুহূর্তটা বন্দি করতে চেয়েছিলাম। দিনটি ছিল সোমবার- ১৮ জুন, ২০১২।
এরপর শাওন পরে দু’জনের আরও বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন। সঙ্গে কলকাতার জনপ্রিয় কবি শ্রীজাত’র একটি কবিতা, যেটা জনপ্রিয় গান হিসেবে অত্যধিক প্রশংসিত-
“চুপ মুহূর্ত চুপ, ঠোঁটের তুরুপ
এই তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম, হারানো খাম
আজ কেন যে খুঁজে পেলাম!
দিন এখনও রঙিন
তাকে আদরে তুলে রাখলাম।
আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ
মন, তোমাকে ছুঁয়ে দিলাম।”