যুব আন্দোলনের কর্মীদেরকে মানুষের কল্যাণে কাজ করতে হবে

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি।।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে  বাছাইকৃত কর্মীদের নিয়ে  আজ(৫ সেপ্টেম্বর) শনিবার সকাল ১১ টায় এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 মাওলানা বশির উদ্দিন এর সঞ্চালনায় ও ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক [চট্টগ্রাম বিভাগ ] মাওলানা মোরশেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তাগণ বলেন, যুব আন্দোলনের প্রশিক্ষিত প্রতিটি কর্মী দেশ, জাতিরও ইসলামের পক্ষে অতন্দ্র প্রহরী বীর সৈনিক। প্রশিক্ষণ গ্রহণ করে ঘরে বসে থাকলে এই প্রশিক্ষণের কোন মূল্য নেই। প্রশিক্ষণ লব্ধ জ্ঞান দেশ, ইসলাম ও মানুষের কল্যাণে জন্য কাজ করতে হবে।
কর্মশালায় যুব আন্দোলনের।মানবকছড়ি সভাপতি ইব্রাহিম খলিল মুসা, পানছড়ি সভাপতি তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

 


Categories