যশোরের শার্শায় জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালন

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০
মো.আবু রায়হান,শর্শা,যশোর।।
যশোরের শার্শায়  উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর  ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ৮৫ যশোর-১ এর মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল হক মঞ্জু সভাপতি উপজেলা আওয়ামীলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)জনাব রাসনা শারমিন মিথি এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব পুলক কুমার মন্ডল। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শুভ
সূচনা ঘটে।অতপর বঙ্গবন্ধুর জীবনী ও আদর্শের উপর বক্তারা বক্তব্য উপস্থাপন করেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশের অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু সাধারণ মানুষের মনের  উন্নয়ন হয় নাই। এখন প্রয়োজন আমাদের মনের উন্নয়ন হওয়া। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরষ্কার তুলে দেন। সর্বশেষ জাতির জনক ও তার পরিবারের সকলের  আত্মার শান্তি কামনায় দোয়া করা হয় ও উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 


Categories