“যশোরের নাভারণে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা”

আবু রাইহান যশোর।
যশোরের নাভারণে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা।
যশোরের শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের সাতক্ষীরা মোড় নামক স্থানে নবাগত সহকারি (ভূমি) জনাব রাসনা শারমিন মিথির নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
স্বাস্থ্যবিধি না মেনে গণপরিবহনে অতিরিক্ত যাত্রীবহন এবং ডাবল ভাড়া আদায়ের অভিযোগে তিনটি বাসকে দন্ডবিধি-১৮৬০ অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বাসগুলো সাতক্ষীরা-যশোর রুটে চলাচল করে। এছাড়া মোটর সাইকেলে তিনজন আরোহন করায় এবং মাস্ক পরিধান না করায় আরও তিনটি মামলায় ৭শ টাকা জরিমানা করা হয়।