
আবু সামা টাংগাইল:
যমুনা চরাঞ্চলে সরকারি সা’দত কলেজ শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ।
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার দুর্গম চরাঞ্চলের শতাধিক অসহায় বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সরকারি সা’দত কলেজের অর্থনীতি বিভাগের (২০১৮-১৯) বর্ষের শিক্ষার্থীরা।
রবিবার (১৬ আগস্ট) দিনব্যাপি উপজেলার গাবসারা ইউনিয়নের রুলীপাড়া, কালিপুর, রেহাইগাবসারা, রাজাপুর ও চন্ডিপুরসহ বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, মুড়ি, সাবান ও ওষুধ।
এ সময় উপস্থিত ছিলেন- সা’দত কলেজের অর্থনীতি বিভাগের (২০১৮-২০১৯) বর্ষের শিক্ষার্থী মো. নাজমুল হোসেন, আতিকুর ইসলাম আয়নাল, সবুজ মিয়া, আব্দুর কাইয়ুম মিয়া, আরিয়ান আহমেদ হাসান, মেহেদী হাসান, আব্দুস সাইম, আতিকুর রহমান, সজিব রানা, আফরোজা আক্তার মীম, ফারজানা শারমিন ইতি।