“যমুনা চরাঞ্চলে সরকারি সা’দত কলেজ শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ”

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

আবু সামা টাংগাইল:

যমুনা চরাঞ্চলে সরকারি সা’দত কলেজ শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ।

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার দুর্গম চরাঞ্চলের শতাধিক অসহায় বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সরকারি সা’দত কলেজের অর্থনীতি বিভাগের (২০১৮-১৯) বর্ষের শিক্ষার্থীরা।
রবিবার (১৬ আগস্ট) দিনব্যাপি উপজেলার গাবসারা ইউনিয়নের রুলীপাড়া, কালিপুর, রেহাইগাবসারা, রাজাপুর ও চন্ডিপুরসহ বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, মুড়ি, সাবান ও ওষুধ।
এ সময় উপস্থিত ছিলেন- সা’দত কলেজের অর্থনীতি বিভাগের (২০১৮-২০১৯) বর্ষের শিক্ষার্থী মো. নাজমুল হোসেন, আতিকুর ইসলাম আয়নাল, সবুজ মিয়া, আব্দুর কাইয়ুম মিয়া, আরিয়ান আহমেদ হাসান, মেহেদী হাসান, আব্দুস সাইম, আতিকুর রহমান, সজিব রানা, আফরোজা আক্তার মীম, ফারজানা শারমিন ইতি।

Categories