
*মৌ আশ্রিত পুষ্পে* সাজেদা আকতার।
তোমাকে খুঁজি রঙিন প্রজাপতির পাখায় পাখায়
বিচিত্র রঙের নকশায়,
তোমাকে খুঁজি ফেনা ওঠা ঢেউয়ের দোলায়
উথালপাতাল তরঙ্গের গায়।
তোমাকে খুঁজি ময়ূর নৃত্যে পেখমের ভাঁজে ভাঁজে
শৈল্পিক কোনো রোদে,
তোমাকে খুঁজি চোখের কার্ণিশ উপছে পড়া জলে
লবনাক্ত পানসে স্বাদে।
তোমাকে খুঁজি পানের বরোজের লতানো গাছে
ঠোঁট রাঙানো লাল রসে,
তোমাকে খুঁজি শস্য ছড়ানো কৃষকের মাঠে
আনন্দ বেদনার সাথে মিশে।
তোমাকে খুঁজি তারা ভরা রাতের আকাশে
সপ্তর্ষীমন্ডলের খুব কাছে,
তোমাকে খুঁজি পুষ্প কুঞ্জে অনেক রেনুর ভীড়ে
মৌ আশ্রিত ফুলের মাঝে।
প্রভাষক, বাংলা।