“মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে ‘মুজিব কর্ণার’ উদ্ভোধন”

মোঃ সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে ‘মুজিব কর্ণার’ উদ্ভোধন।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে ‘মুজিব কর্ণার’ এর শুভ উদ্ভোধন হয়েছে।
আজ বুধবার সকালে বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে ‘মুজিব কর্ণার’ এর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন।
এ উপলক্ষ্যে শ্রীমঙ্গলে পল্লী বিদ্যুৎ সমিতির সভাকক্ষে সমিতি বোর্ডের সভাপতি রঞ্জিত কুমার পালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম, মৌপবিস এর সমিতি বোর্ডের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন মানিক, শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ, মৌপবিস সমিতি বোর্ডের এলাকা পরিচালক মো. আব্দুর রহিম প্রমুখ।