মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে দোয়া মাহফিল

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০
মোঃ সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি।     
১৪ই আগস্ট বাদ আছর মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ কার্য্যালয় হল রুমে কোভিড-১৯ আক্রান্ত মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের আশু রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃকামাল হোসেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃফজলুর রহমান , বড়লেখা উপজেলা চেয়ারম্যান ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ এবং সাংবাদিকবৃন্দ।
দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয় এবং মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের আশু রোগমুক্তি কামনা করা ও উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, মাননীয় সংসদ সদস্য সুস্থ হওয়ায় শোকরানা জ্ঞাপন করা হয়।
করোনায় মৃত্যু বরণকারী পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত এবং আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থতা কামনা করা হয়। এছাড়াও রাজনীতিবিদ, কর্মকর্তাসহ সকল নাগরিকের জন্য বিশেষ করে মৌলভীবাজারবাসীর জন্য দোয়া করা হয়।

 


Categories