
মোঃ দুদু মিয়া তানভীর, মৌলভীবাজার থেকেঃ
মৌলভীবাজার জেলায় নতুন ২৩ জন সহ মোট ৩৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত। মঙ্গল বার (২৩ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ। আক্রান্তদের বেশির ভাগ মৌলভীবাজার সদর উপজেলার। ২৩ জুন বিকেল পর্যন্ত মৌলভীবাজার জেলায় মোট আক্রান্ত ৩৫২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩১ জন এবং মারা গেছেন ৪ জন।
নতুন করে করোনায় আক্রান্ত এ ২৩ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালে ১১ জন, বড়লেখা উপজেলায় ৪ জন, কুলাউড়া উপজেলায় ৩ জন, রাজনগর উপজেলায় ৩ জন, কমলগঞ্জ উপজেলায় ১ জন, এবং শ্রীমঙ্গল উপজেলায় ১ জন।