
দুদু মিয়া তানভীর, মৌলভীবাজার।।
মৌলভীবাজার জেলায় নতুন ৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত। বুধবার (৮জুলাই) রাত্রে এ তথ্য নিশ্চিত করেন মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ। আক্রান্তদের বেশির ভাগ ২৫০ শয্যা সদর হাসপাতালে । ৮ জুলাই রাত পর্যন্ত মৌলভীবাজার জেলায় মোট আক্রান্ত ৫৭৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৯৮ জন এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৫ জন।রিপোর্ট আসার অপেক্ষায় আছেন প্রায় সাড়ে ৪ শত জন।
নতুন করে করোনায় আক্রান্ত এ ৩৩ জনের মধ্যে বড়লেখা উপজেলায় ০৩ জন, কুলাউড়া উপজেলায় ০২ জন, শ্রীমঙ্গল উপজেলায় ০১ জন, কমলগঞ্জ উপজেলায় ০৩ জন, সদর উপজেলায় ০৭ জন এবং সদর হাসপাতালে ১৬ জন।