
মোঃ দুদু মিয়া তানভীর, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারে বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্টের অভিযান।
মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় সাস্থ্যবিধি না মানা, মাস্ক ব্যবহার না করা, সামাজিক দুরত্ব বজায় না রাখাসহ বিভিন্ন অপরাধে জনস্বার্থে জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণ।
আজ ২৬ আগস্ট ( বুধবার) মৌলভীবাজার জেলার রাজনগর,বড়লেখা ও জেলা সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণ।
সদর উপজেলাঃ
আজ ২৬ আগষ্ট, ২০২০ তারিখ বুধবার বিকাল ৩.০০ টা থেকে ৪.৩০ টা পর্যন্ত মৌলভীবাজার জেলা শহরেরর রেস্টুরেন্টসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অর্ণব মালাকার৷
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করায় দুটি রেস্টুরেন্টের সত্ত্বাধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর দুটি পৃথক মামলায় সর্বমোট ৭০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়।
রাজনগর উপজেলাঃ
আজ রাজনগর উপজেলার মুন্সীবাজার এলাকায় টিলার মাটি কেটে নিয়ে যাওয়ার সময় ১ টি ট্রাক আটক করেন রাজনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ঊর্মি রায়। এ সময় অবৈধভাবে মাটি কাটার জন্য বালুমহাল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ১ টি মামলায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ঊর্মি রায় ৫০০০০/- টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করেন এবং ট্রাকের মাটি জব্দ করা হয়।
বড়লেখা উপজেলাঃ
আজ ২৬/০৮/২০২০ খ্রি তারিখে বড়লেখা উপজেলায় বেকারীতে মোবাইল কোর্ট পরিচালনা কালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন, নিম্নমানের রং মেশানো, অগ্রিম উৎপাদন তারিখ প্রদান ও মূল্য তালিকা না থাকায় ১২০০০/- অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নূসরাত লায়লা নীরা । এ সময় পোড়া তেল, নিম্নমানের রং জব্দ ও সকলের সম্মুখে ধ্বংস করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণ বলেন, বিভিন্ন অপরাধ ও করোনা প্রতিরোধে জনসচেতনতার লক্ষে জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।