
মোঃ দুদু মিয় তানভীর, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারে প্রকাশ্যে মাদকের আসর ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন।
মৌলভীবাজারে প্রকাশ্যে মাদকের আসর ও ধর্ষণের প্রতিবাদ এবং ঘটনার আদ্যোপান্ত নিজেরা নিজেদের ফেইছবুকে প্রচার করার দূঃসাহসের প্রতিবাদে তাদের গ্রেফতার পূর্বক দৃস্টান্তমুলক শাস্তির দাবিতে মৌলভীবাজার জেলার সচেতনমহল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বয়ে নাগরিকসমাজ মানববন্ধন পালন করেন।
অদ্য ৩ সেপ্টেম্বর ২০২০ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০-৩০ মিনিটে শহরস্থ চৌমুহনা চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মৌলভীবাজারের শিক্ষা ও সমাজ উন্নয়নে ঐতিহ্যবাহী সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক এম, মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এবং তরুন সমাজকর্মী মিজানুর রহমান রাসেলের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিভিন্ন শ্রেণী, পেশার মানুষের অংশগ্রহনে আয়োজিত বিশাল মানববন্ধনে একাত্মতা পোষন করে বক্তব্য রাখেন:-
সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি, নাট্যকার খালেদ চৌধুরী, সচেতন নাগরিক ফোরাম মৌলভীবাজারের সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সৈয়দ কুদরত উল্লাহ ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন আহমদ, যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্কের সভানেত্রী ও হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম।
সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক ও জেলা যুব কল্যান সংস্থার সভাপতি আলিম উদ্দিন হালিম। বাধন থিয়েটারের সভাপতি রুহেল আহমদ, সমাজসেবক কে, এম, আকলু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-আদর মাদকাসক্তি পূনর্বাসন কেন্দ্রের পরিচালক নিখিল তালুকদার, মেধা সংস্কৃতি বিকাশ পরিষদ রাজনগরের সাংগঠনিক সম্পাদক খছরু মিয়া চৌধূরী।
তাকরীম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম জুনায়েদ, স্বপ্নের ঢেউ ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ শাহেদ আলী, মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির মডারেটর ইমন আহমদ, স্পন্দন মৌলভীবাজারের সভাপতি ইহাম মুজাহিদ, দৈনিক কালেরকন্ঠ শুভ সংঘের সাধারন সম্পাদক তাকবীর হোসেন, সংগঠক আব্দুল মুত্তাকীন শিপলু।
উই ফর বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য ইমরান আহমদ, কামরুল ইসলাম, সমাজকর্মী এস, এস, রুহিন, মারুফ খান, তারেক আহমদ, মিনহাজ মুক্তি, তানভীর আহমদ, মোঃ মোস্তাকিম, রহমান মামুন, এস, এম, বশির আহমদ, সুহিন উদ্দিন, নাইম আহমদ তালুকদার।
সোহান আহমদ, অন্তর দেবনাথ, তোফায়েল আহমদ, মোহন দেব, সোহেল আহমদ, মাহবুবুর রহমান অপু, আদনান ইমন, শাহ ওমর আলী, বন্দুনীড় সামাজিক সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, ছাত্র কমিউনিটির সহ সভাপতি মুনাইদ আহমদ মুন্না, সাধারণ সম্পাদক আহমদ রনি প্রমুখ।
ঘন্টাব্যাপী মানববন্দনে বক্তারা বলেন- আমাদের শহর শান্তিপূর্ণ, সুশৃঙ্খল। এখানে মাদকের আসর বসিয়ে মদ্যপ অবস্থায় ধর্ষনের মত ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে তা নিজেদের ফেইছবুকে প্রচার করার যে দূঃসাহস তারা দেখিয়েছে তাদেরকে অভিলম্বে গ্রেফতারপূর্বক দৃস্টান্তমুলক শাস্তি দিতে হবে। অন্যথায় জেলার সর্বস্থরের মানুষকে নিয়ে দূর্বার কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়ন করা হবে এবং নিন্দনীয় অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলা হবে। তারা যে দূঃসাহস দেখিয়েছে শহরের গুরুত্বপূর্ণ একটি এলাকায় এ ধরনের কর্মকান্ড চলে আসছে সেখানে প্রশাসন নিরব ভুমিকায়।
মাদক ও ধষর্নের ব্যাপারে সরকার যেখানে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন সেখানে প্রশাসনের নাকের ডগায় এরকম একটি ঘটনায় বিস্মিত জেলার সকল স্তরের মানুষ। হজরত সৈয়দ শাহ মোস্তফা (রহঃ) পূন্যভূমিতে এই বেহায়াপনা, অশ্লিল, অনৈতিক কার্যক্রম কোনভাবেই সহ্য করা যায়না। যেটা ভাবতেও ঘৃনা লাগে। এই ঘটনায় প্রতিবাদী কণ্ঠ সমাজকর্মী কেবি, বিজয়ের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রধান করা হয়।