
মৌলভীবাজার থেকে- মোঃ দুদু মিয়া তানভীর।
মৌলভীবাজারে গাড়ি চাপায় অজ্ঞাত (৫০) এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগষ্ট) রাত সাড়ে ১০ টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার ঢাকা সিলেট রোডের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ধারনা করা যায়, দ্রুতগামী কোনো অটোরিকশা ( সিএনজি) ওই নারীকে চাপা দিয়েছে এবং ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়েছে।ঘটনাস্থলে পুলিশ অটোরিকশা ( সিএনজি) এর কিছু আলামত পেয়েছে।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।