
মোঃ সাইফুল ইসলাম- শ্রীমঙ্গল প্রতিনিধি।
মৌলভীবাজারে গণপরিবহনে মোবাইল কোর্ট পরিচালনা।
আজ ১৬ ই অগাস্ট, ২০২০ তারিখ মৌলভীবাজার শহরের বিভিন্ন পয়েন্টে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এই সময় নগরবাসীর অনেকেই গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের ব্যপারে সকলের মাঝে জনসচেতনতা সৃষ্টিতে মোবাইলকোর্ট পরিচালনা করার জন্য জেলা প্রশাসন মৌলভীবাজার এর ভুমিকার ভুয়সী প্রশংসা করেন।
এ সময় গণপরিবহনে নিরাপদ দূরত্বে না বসা, মাস্ক পরিধান না করা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করার অপরাধে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ।