মোঃ দুদু মিয়া তানভীর,মৌলভীবাজার জেলা প্রতিনিধি।
মৌলভীবাজার শহরে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
৩ অক্টোবর (শনিবার ) শহরের শমসেরনগর সড়কে চাল বিক্রির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মোখলেছুর রহমান।
জেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন, শহরের পাঁচটি পয়েন্টে থেকে এ চাল বিক্রি শুরু হয়েছে।
ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মোখলেছুর রহমান জানান, প্রতিদিন শহরে পাঁচ টন চাল বিক্রি করা হবে।
যে পয়েন্টে খোলা বাজারে চাল বিক্রি হচ্ছে, সেগুলো হলো শমসেরনগর সড়ক, পশ্চিমবাজার, বর্ষিজুরা, টিসি মার্কেট ও চুবড়া এলাকা। একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি চাল বা আটা নিতে পারবেন।
এদিকে প্রত্যেক ডিলার সপ্তাহে ধারাবাহিক তিন দিন করে চাল বিক্রি করতে পারবেন। এভাবে নয়জন ডিলার নয়টি ওয়ার্ডে চাল বিক্রি করবেন।
শুক্রবার ও জাতীয় ছুটির দিন ছাড়া প্রতিদিন চাল বিক্রি করা হবে। প্রত্যেক ডিলার ১ টন চাল ও ১ টন আটা বিক্রি করবেন প্রতিদিন। চাল ৩০ টাকা এবং আটা ১৮ টাকা কেজি।