মৌলভীবাজারে করোনা ভাইরাস ঠেকাতে মেয়র ফজলুর রহমানের কঠোর হুঁশিয়ারী

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২০

মোঃ দুদু মিয়া তানভীর, মৌলভীবাজার থেকেঃ
করোনা ভাইরাস (কভিড-১৯) এর পাদুর্ভাব সারা বিশ্বের মত বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।তার পাশাপাশি মৌলভীবাজার জেলায়ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

করোনাভাইরাসের পাদুর্ভাব ঠেকাতে জনসচেতনতার গুরুত্ব অপরিসীম। জনসচেতনতার লক্ষে মৌলভীবাজার পৌরসভা কর্তৃক আয়োজিত এবং পুলিশ প্রশাসনের সহযোগীতায় করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য বিকাল ৪ টার মধ্যে দোকানপাট বন্ধের জন্য মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব ফজলুর রহমান এর নেতৃত্বে শহরের চৌমুহনা থেকে শুরু করে কুসুমবাগ সহ সহরের গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিটি দোকানের দোকানদারকে বুঝানো হয়েছে বিকেল চারটার মধ্যে দোকান বন্ধ করার জন্য।এসময় সম্মানিত মেয়রের সাথে ছিলেন সদর থানার ওসি আলমগীর হোসেন, পরিমলদা, পৌরসভার কাউন্সিলর ফয়ছল আহমদ,আয়াছ আহমদ, রনধীর রায় মঞ্জু,আসাদ আহমদ মকু এবং পুলিশের কর্মকর্তা বৃন্দ। দোকানদাদের হুঁশিয়ার করা হয় যে আগামী কাল থেকে বিকাল ৪ টার মধ্যে দোকানপাট বন্ধ না রাখলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়া হবে।


Categories